সালথায় নব নির্বাচিত ক্যাব কমিটির ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাত

সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর নব নির্বাচিত উপজেলা কমিটি সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেন। বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে তারা এই সাক্ষাত করেন। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ফজলে রাব্বি নোমান।
নব নির্বাচিত ক্যাব কমিটির পক্ষে উপস্থিত ছিলেন, সভাপতি মোঃ আরিফুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ টুটুল সেখ, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক শরিফুল হাসান, আইন বিষয়ক সম্পাদক কামাল হোসেন, প্রচার সম্পাদক কাজী এরশাদ, কার্য নির্বাহী সদস্য আবুল বাসার, আকাশ সাহা, সোলাইমান হোসেন, সোহাগ মীর, সাদ্দাম হোসেন প্রমূখ।
এসময় সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার নব নির্বাচিত কমিটির সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, ভোক্তা অধিকার সংরক্ষনে সবাইকে একসাথে কাজ করে যেতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষন আইন বাস্তাবায়ন ও ভোক্তা অধিকার সম্পর্কে সবাইকে সচেতন করার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।