সালথায় সংঘর্ষ হামলা ভাংচুর লুটপাট আহত ১৫

সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া বাজার এলাকায় গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ফলে হামলা পাল্টা হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা, আটঘর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হাসান খান সোহাগের সমর্থক জাহাঙ্গীর ও অত্র ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী বিল্লাল খানের সমর্থক মনা খানের সাথে গ্রাম্য দলাদলি ও পূর্ব শত্রুতার জের ধরে সোমবার (২৫ শে জানুয়ারি) সন্ধার পরে কথা কাটাকাটি ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, গতকাল রাতের সংঘর্ষের সুত্র ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষ আবার সংঘর্ষে জড়িয়ে পরে, দু-দিনের সংঘর্ষে ১০/১৫ টি বাড়িঘর, ৫/৭ টি দোকানঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে সংঘর্ষকারিরা, সংঘর্ষের ফলে উভয় পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হবার খবর পাওয়া গেছে। আহতদের প্রথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এই ঘটনায় ওসি তদন্ত সুব্রত গোলদার বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।