সালথায় পূর্ব শত্রুতার জের ধরে সংঘর্ষ আহত -১৬

আরিফুল ইসলামঃ
ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী গ্রামের যদুনন্দী মৌলুভীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুদলের সংঘর্ষে ১৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার (৩০শে নভেম্বর) সকাল ৮টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে।
স্থানীয় সুত্রে জানা যায়, ফরিদপুর জেলা পরিষদের সদস্য আব্দুর রব মোল্যার সমর্থক আক্কাস মোল্যা ও কাইয়ুম মোল্যার সমর্থক লালন বিশ্বাসের সাথে পূর্ব শত্রুতার জের ধরে ২৮ শে নভেম্বর কথা কাটাকাটি হয়, এরই সুত্র ধরে ৩০শে নভেম্বর সোমবার সকালে উভয় দলের লোকজন সংঘর্ষে জড়িয়ে পরে, সংঘর্ষের ফলে ফরিদপুর জেলা পরিষদের সদস্য ও যদুনন্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব মোল্যাসহ প্রায় ১৬ জন আহত হয়। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং গুরুতর আহতেদের আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে, পরিস্থিতি শান্ত রাখতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে, সংঘর্ষের ঘটনায় থানায় কোন অভিযোগ বা মামলা হয়নি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।