সালথায় পাওনা টাকা চাওয়ায় অসহায় পরিবারের উপর হামলা, ব্যাপক লুটপাটের অভিযোগ

ফরিদপুরের সালথায় পাওনা টাকা চাওয়ায় চেয়ারম্যানের ছেলের সন্ত্রাসী হামলায় এক অসহায় পরিবারের বাড়ী ও ব্যাবসা প্রতিষ্ঠান ভাংচুর লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ পেয়ে সরেজমিনে গিয়ে জানাগেছে মাঝারদিয়া গ্রামের দিনায়েত মোল্যার ছেলে সাব্বির মোল্যাকে বিদেশে পাঠানোর জন্য একই গ্রামের আতিক মাতুব্বরের ছেলে সজিব মাতুব্বরকে ২ লাখ ৭০ হাজার টাকা দেয়। সাব্বিরকে বিদেশে নিতে না পারায় দিনায়েত সজিবকে টাকা ফেরত চেয়ে চাপ সৃষ্টি করে। পরে এক বছর আগে এলাকায় শালিসে মীমাংসা হয় যে সজিব মাতুব্বর সাব্বিরকে পুরো টাকা ফেরত দিবে। শালিসের সিদ্ধান্ত মোতাবেক সাব্বির পুরো টাকাটা মাঝারদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবীবুর রহমানের ছেলে ফারুক মাতুব্বরের নিকট বুঝিয়ে দেন। কিন্তু ফারুক মাতুব্বর সাব্বিরকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে বাকী টাকা আত্মসাৎ করে। সর্বশেষ শনিবার বিকালে ফারুক মাতুব্বরের নিকট টাকা চায় দিনায়েত। এতে ফারুক মাতুব্বর ক্ষিপ্ত হয়ে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে দিনায়েতের বাড়ীতে হামলা চালায়। এ সময় তার বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। সন্ত্রাসীরা এসময় দিনায়েতের দোকান ভাংচুর করে লুটপাট করে নিয়ে যায়।
দেনায়েত মোল্যা বলেন, আমি টাকা চাওয়ায় চেয়ারম্যানের ছেলে ফারুকের নেতৃত্বে ২০/২৫ জনের সন্ত্রাসী বাহিনী আমার বাড়ী ও দোকানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। এসময় আমার বাড়ী ও দোকান থেকে স্বর্ণালঙ্কার সহ নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।
২৮ নভেম্বর ২০২০