সালথায় দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ

সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় দোকানঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে, শনিবার (৯ই জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে সালথা উপজেলা পরিষদের ২ নং প্রবেশ পথের সামনে এই ঘটনা ঘটে, দোকানঘর ভাংচুর ও লুটপাটের ঘটনায় সালথা থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগি জুয়েল মাহমুদ।
অভিযোগ ও জুয়েল মাহমুদ সুত্রে জানা যায়, প্রতিদিনের মত আমি দোকানঘর খুলে ব্যাবসা পরিচালনা করছিলাম, শনিবার সকালে আগুলদিয়া গ্রামের ধিরেন বিশ্বাসের ছেলে গৌতম (৩৫) ও মনি (১৮) সহ অজ্ঞাতনামা ২০/৩০ জন জন আমার দোকানের সামনে হাজির হয়ে গৌতম ও মনি আমাকে গালিগালাজ করতে থাকে, আমি গালিগালাজের কারন জানতে চাইলে তারা আগাইয়া আসিয়া আমাকে কিল ঘুষি মারে এবং দোকানঘরে প্রবেশ করিয়া নগদ টাকা, ব্যাংকের চেক, এটিএম কার্ডসহ দামী মালামাল লুট করে নিয়ে যায় এবং দোকানঘর ভাংচুর করে। আমি চিৎকার করিলে তারা আমাকে প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
ভাংচুর ও লুটপাটের বিষয়ে গৌতম বলেন, আমি দোকানপাট ভাংচুর করি নাই, কিছুই করি নাই, সে আমার সাথে প্রতারণা করেছে তাই আমি তাকে দোকান থেকে বের করে দিয়েছি।
এই বিষয়ে সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার বলেন, খবর পেয়ে তাৎক্ষনিকভাবে আমি ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত থাকতে বলেছি এবং বিজ্ঞ আদালতের নির্দেশনা অনুযায়ি বৈধ কাগজপত্রসহ আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছি এবং উক্ত স্থানে অাইন শৃঙ্খ্যলার অবনতি যাতে না ঘটে তার জন্য পুলিশী নজরদারী বৃদ্ধি করা হয়েছে।