সালথায় ইউএনও এর সাথে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন’ সৌজন্য সাক্ষাত

আরিফুল ইসলামঃ
ফরিদপুরের সালথায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার এর সাথে বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পঠাগার ছাত্র ফেডারেশন সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে তারা এই সৌজন্য সাক্ষাত করে।
এসময় অন্যান্যরদর মাঝে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পঠাগার ছাত্র ফেডারেশন সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ হোসাইন আলী, সহ-সভাপতি মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ ফিরোজ খান রাজ, সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল আল মামুন প্রমূখ। এসময় আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা শাখার সহ-সভাপতি শাখার নাজমুল ইসলাম, সহ-সভাপতি রায়মোহন কুমার। এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বেশ কিছু নেতা কর্মী উপস্থিত ছিলেন।
এসময় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পঠাগার ছাত্র ফেডারেশন সালথা উপজেলা শাখার নেতৃবৃন্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে সালথা উপজেলায় একটি স্মৃতি পাঠাগার নির্মানের জন্য সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মহ হাসিব সরকারের আলোচনা করেন।