বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়ার মৃত্যুতে সংসদ উপনেতার শোক

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, নগরকান্দা পৌরসভার সাবেক মেয়র, বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন সাহেব মিয়া (৭২) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শনিবার দিবাগত রাত সাড়ে ৮টায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহী …… রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
রোববার দুপুরে নগরকান্দা পৌর এলাকার মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা মাঠে রাষ্ট্রিয় মর্যাদায় শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে নগরকান্দা গ্রামে তার নিজ বাড়িতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি, সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বেলায়েত হোসেন মিয়া সহ স্থানীয় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা কর্মী।
৯ আগস্ট ২০২০।