বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রীতি ও শুভেচ্ছা ~ কাজী সানোয়ার হোসেন

১০ জানুয়ারি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালের এই দিনে তিনি পাকিস্তানের বন্দিত্ব থেকে মুক্তি পেয়ে যুদ্ধবিধ্বস্ত স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের মাটিতে পা রেখেছিলেন। বঙ্গবন্ধুর প্রত্যাবর্তনের মধ্য দিয়ে স্বাধীনতাযুদ্ধে বিজয় পূর্ণতা পায়। ১০ জানুয়ারি তিনি ঢাকায় পৌঁছানোর পর আনন্দে উদ্বেল লাখ লাখ মানুষ বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) পর্যন্ত তাঁকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। বিকেল পাঁচটায় রেসকোর্স ময়দানে প্রায় ১০ লাখ লোকের উপস্থিতিতে তিনি ভাষণ দেন।
একজন আওয়ামীলীগ কর্মী ও একজন মুজিব আদর্শের সৈনিক হয়ে গর্ববোধ করছি। আজকের এই দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে, সেই সাথে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সালথা উপজেলাবাসি ও বল্লভদি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে প্রীতি ও শুভেচ্ছা জানাই।
শুভেচ্ছান্তে
কাজী সানোয়ার হোসেন
মুজিব আদর্শের সৈনিক
বল্লভদি ইউনিয়ন
সালথা ফরিদপুর