ফ্রান্সে রাসুল (সঃ) নিয়ে ব্যাঙ্গ চিত্রের প্রতিবাদে সালথার সোনাপুরে বিক্ষোভ

আরিফুল ইসলামঃ
ফ্রান্সে মহানবী হযরত মোহাম্মাদ (সঃ) কে অবমাননা এবং ব্যঙ্গচিত্র প্রদর্শন ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সেটাকে সমর্থন করার প্রতিবাদে সালথা উপজেলার সোনাপুর বাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হেফাজতে ইসলাম সোনাপুর ইউনিয়ন শাখার আয়োজনে রবিবার বিকালে সোনাপুর বাজার জামে মসজিদের সামনে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ ও ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহন করে।
এসময় বক্তব্য রাখেন, হেফাজতে ইসলাম ফরিদপুর জেলা শাখার সহ সভাপতি মাওলানা নিজামুদ্দিন, হেফাজতে ইসলাম সালথা উপজেলা শাখার সহ সভাপতি
মুফতি শফিকুল ইসলাম, হেফাজতে ইসলাম সালথা উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা ঝিনাতুল ইসলাম, হেফাজতে ইসলাম সালথা উপজেলা শাখার সদস্য মাওলানা ইউনুস আলী প্রমূখ।
বক্তারা অবিলম্বে ফ্রান্সের দূতাবাস, সকল পণ্য প্রত্যাহার, বিশ্ব মুসলিম জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এ বিক্ষোভে উপজেলার হাজার হাজার সর্বস্তরের তৌহিদী জনতা অংশ গ্রহন করে। এসময় ফ্রান্সের প্রেসিডেন্ট এর প্রতিকৃতিতে জুতার মালা পরিয়ে মিছিলের সাথে ঘোরানো হয়।