পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাবের আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলো ইউনিয়নবাসী

বোরহান আনিসঃ
” আমরা সকলের পাশে আছি থাকবো এবং আমাদের প্রত্যয় সাফল্যের ” এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের নগরকান্দার পুরাপাড়া ইউনিয়ন অনার্স ক্লাব আয়োজনে বিনামুল্যে চিকিৎসা সেবা পেলো ইউনিয়ন বাসি।
শনিবার সকাল ৯.০০ টা থেকে শুরু করে বিকাল ৫.০০ পর্যন্ত উপজেলার ব্রাহ্মণ ডাঙ্গা উচ্চ বিদ্যালয়ে সারাদেশে থেকে আগত বিশেষজ্ঞ ১৫ জন চিকিৎসকদের মাধ্যমে ইউনিয়নবাসীর জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও দরিদ্র অসহায় রোগিদের জন্য বিনামূল্যে ঔষধ সরবরাহ কার্যক্রম পরিচালনা করেন এই সংগঠনটি ।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মধ্যে চিকিৎসা সেবা প্রদান করেন অর্থোপেডিক্স ও ডায়াবেটিক ফুট কেয়ার বিশেষজ্ঞ ডাঃ অমিত বিশ্বাস, মেডিসিন, ডায়াবেটিস ও বাত ব্যাথা রোগ বিশেষজ্ঞ ডাঃ এস. এম. মেহরান আশরাফ, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোঃ তুষার হোসাইন, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ তন্ময় দত্ত, মেডিসিন মা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ কমলেশ বাগচি, মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ আরিফুর রহমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ অঙ্কন অংশুমান, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ উৎপল দে, বাত ব্যাথা ও শিশু রোগ বিশেষজ্ঞ ডাঃ তায়েফুর রহমান সহ আরো অনেকে।
এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু।