পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রিয়া-রাথিন গ্রুপের কর্ণধর কাজী আব্দুস সোবহান

দেশবাসী এবং নিজ জন্মভূমি ফরিদপুরের বৃহত্তর (নগরকান্দা-সালথা) উপজেলা বাসীকে পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন রিয়া-রাথিন গ্রুপের কর্ণধর ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আব্দুস সোবহান।
বুধবার (২৯শে জুলাই ) দৈনিক সকালের সুর্যোদয় পত্রিকার সাথে একান্ত সাক্ষাৎকারে এ শুভেচ্ছা জানান তিনি।
কাজী আব্দুস সোবহান বলেন, খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে আসে পবিত্র ঈদ-উল- আযহা সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।
ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি আর ভ্রাতৃত্বের মহিমান্বিত আহ্বানে শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয়।
এছাড়াও তিনি বলেন-পবিত্র ঈদ-উল আজহা এবার একটু ভিন্নভাবে পালন হচ্ছে। করোনা ভাইরাস সংক্রমনের ভয় ও সংক্ষায় আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে।
সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তিপূর্ণ সহাবস্থান সহ মানবাধিকার সমুন্নত রাখার মাধ্যমে শান্তি ও সম্প্রীতিময় বিশ্বসমাজ গঠন করা সম্ভব উল্লেখ করে বলেন- মহান এ ত্যাগের মহিমায় আমাদের সকলকে মহামারী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি নির্দেশনা সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং এ ব্যাপারে সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে।