নগরকান্দায় সাংবাদিক নেতা আসাদুজ্জামানের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিনিধি : ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক আসাদুজ্জামান আসাদ নগরকান্দা উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন ।
মঙ্গলবার দুপুর ১২ টায় নগরকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের সভাপতি শওকত আলী শরীফের সভাপতিত্বে ও নগরকান্দা উপজেলা প্রেসক্রাবের সাধারন সম্পাদক লিয়াকত হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু, সিনিয়র সহকারী পুলিশ সুপার নগরকান্দা সার্কেল এফ এম মহিউদ্দীন, সহকারী কমিশনার ভুমি আহসান মাহমুদ রাসেল,নগরকান্দা থানার অফিসার ইনচার্জ শেখ মোঃ সোহেল রানা , নগরকান্দা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র নিমাই সরকার, সংসদ উপনেতার ব্যাক্তিগত কর্মকর্তা আজাদ হোসেন, নগরকান্দা উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক জাকির হোসেন জাকারিয়া, দৈনিক সকালের সুর্যোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক নিজাম নকিব, নগরকান্দা পৌরসভার কাউন্সিলর দেলোয়ার হোসেন দুল , মনিরুজ্জামান মিয়া ,হাসান রাহুল আল ফয়সাল, নাছির মাতুব্বর, মোরাদ হোসেন ,আবুল হাসনাত উজ্জল প্রমুখ।