নগরকান্দায় একটি মাইক্রোবাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, চালক গ্রেফতার

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের নগরকান্দা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মাইক্রোবাস থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে থানা পুলিশ। এসময় মাইক্রোবাস চালক ইমদাদুল শেখ (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
জানাগেছে, শুক্রবার বিকালে উপজেলা সদর বাজারের গালর্স স্কুল সড়ক থেকে ঢাকা মেট্রো চ ৫১-০৩৪৩ মাইক্রোবাস থেকে পুলিশ দেশীয় তৈরি ধারালো অস্ত্র রামদা, ছ্যানদা, লোহার রড, চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, নৌকার পক্ষে মিছিলের পিছনে মাইক্রোবাসটি এসে গালর্স স্কুল গেটে দাড়ায়। চালকের আচরনে সন্দেহ হলে লোকজন গাড়িটি ঘেরাও করলে চালক গাড়ী নিয়ে পালাতে চেস্টা করে। তখন জনগন মাইক্রোবাসটি আটক করে পুলিশকে খবর দেয়। মাইক্রোবাসটিতে আওয়ামীলীগের দলীয় প্রার্থী নিমাই সরকারের পোস্টার সাটানো ছিল এবং গাড়ীর ভিতর নৌকার পোস্টার ও ব্যানার পাওয়া যায়। পুলিশ এসময় গাড়ীর চালক ইমদাদুল শেখকে গ্রেফতার করে।
নৌকার মেয়র প্রার্থী নিমাই সরকার বলেন, প্রতিপক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চলাচ্ছে। ঐ গাড়ীটি আমার নয়।
থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বলেন, সংবাদ পেয়ে একটি মাইক্রোবাস আটক করি। তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের ভিতর থেকে কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।