ঢাঁল শরকি দিয়ে শান্তি হতে পারে না ~ লাবু চৌধুরী

আরিফুল ইসলামঃ
ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ উপনেতার রাজনৈতিক প্রতিনিধি কৃষিবিদ শাহদাব আকবার লাবু চৌধুরী বলেন, আমি আগেই বলেছে আমার কাছের লোক কাইজা ডাঙ্গায় জড়িত থাকলে তাকে প্রশ্রয় দেয়া হবে না।
রাজনীতি করি মানুষের জন্য, এলাকার উন্নয়নের জন্য, আমার আপনার শান্তিপূর্ণ বসবাসের জন্য। গোলমাল করা, বাড়িঘর ভাংচুর করা, কোন রাজনীতি হতে পারে না। এলাকার মা বোন যারা আছেন, তাদের শান্তিতে থাকার সুযোগ করে দিতে হবে।
আমি আপনি এই এলাকা ও মাটির মানুষ, আপনাদের কারনে কারো রক্ত না ঝরে, সেই কাজটি করতে হবে।
ঢাঁল শরকি দিয়ে শান্তি হতে পারে না, এসব বন্ধ করতে হবে। আপনাদের কাছে ওয়াদা করছি, কাইজা বন্ধ করুন, ঢাঁল শরকি ত্যাগ করুন, আপনাদের ডাকে আমি সব সময়, আপনাদের উন্নয়নে পাশে থাকব। আগামী তিন মাসের মধ্যে ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। আওয়ামীলীগ একটি বড় দল, এক ইউনিয়ন থেকে দুই তিন জন আবার কোথাও পাঁচ জন প্রার্থী হবে। এই নিয়ে শতর্ক থাকতে হবে, নির্বাচন নিয়ে ঝামেলা করবেন না।
এই নির্বাচনে আমরা দলীয় নেতাকর্মীদের সাথে আলোচনা করে একজন প্রার্থী করার চেষ্টা করব। তাছাড়া দলীয় প্রতিক থাকলে অনেক সময় আমার কিছু করার থাকে না। মাননীয় প্রধানমন্ত্রী যাকে নমিনেশন দিবেন, আমরা তা অনুস্মরন করব। আপনারা আমাকে ভূল বুঝবেন ন। আমি আপনাদের সকলের সাথে আছি।
মাঝারদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আফসার উদ্দিনের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুববর সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়র হোসেন, সাধারন সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, হাবিবুর রহমান হামিদ, সাহিদুজ্জামান সাহিদ, গিয়াসউদ্দিন আহম্মদ প্রমূখ।
এর আগে শাহাদাব আকবর লাবু চৌধুরী নগরকান্দ উপজেলায় আওয়ামীলীগের মনোনীত প্রার্থীর পক্ষে মনোনায়ন পত্র জমায় অংশগ্রহন করেন।