ইউসুফদিয়া স্কুল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশনের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আরিফুল ইসলামঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ইউসুফদিয়া স্কুল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন এর পক্ষ থেকে মহান জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ পালিত হয়েছে। ২১শে ফেব্রুয়ারী রাতের প্রথম পহর থেকে শুরু করে দিন ব্যাপী ইউসুফ দিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রঙ্গনে নানান কর্মসূচির আয়োজন করে সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উৎযাপনের অংশ হিসেবে একুশের প্রথম প্রহরে ইউসুফদিয়া বিদ্যালয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে ইউসুফদিয়া স্কুল এন্ড ওয়েলফেয়ার এসোসিয়েশন। এরপর দিনের শুরুতে সকালে প্রভাত ফেরি নিয়ে র্যালী, বিনামূল্যে ২৫০ জনকে চিকিৎসা সেবা ও ২৮০ জনের ব্লাড গ্রুপ পরিক্ষা ক্যাম্পিং, অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিশেষ সম্মাননা প্রদান, খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, সংক্ষিপ্ত বক্তব্য ও দোয়া মোনাজাত, এরপর বিশেষ আকর্ষণ র্যাফেল ড্র অনুষ্ঠানের মধ্য দিয়ে একুশের আত্মত্যাগ ও মহিমা স্মরণ করেন সর্বস্তরের মানুষ।
ইউসুফদিয়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ ওয়াহিদুজ্জামান মিয়ার সভপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহআলম হোসেন, সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার এসোসিয়েশন এর সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাসরুর রহমান প্রমূখ।
উল্যেখ র্যাফেল ড্রতে প্রথম পুরস্কার জিতে নেন সালথা প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম। র্যাফেল ড্রতে মোট ১০টি পুরস্কার দেওয়া হয়।